10 Inspiring Quotes From Stephen Hawking


মাত্র ২১ বছর বয়সে আক্রান্ত হয়ে বাকি জীবনটা হুইল চেয়ারেই কাটাতে হয়েছিল ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংকে। কিন্তু শারীরিক এই অক্ষমতা তাকে সফল হওয়া থেকে বাঁধা দিতে পারেনি। মহাবিশ্বের আনাচে কানাচে ঘুরেছেন হুইল চেয়ারে বন্দি হয়েই! তার জীবনটা আমাদের জন্য অনুপ্রেরণার। এই লেখাটিতে লিখব তার ১০ টি অনুপ্রেরণাময় উক্তি।


১. জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সব সময় তোমার নিশ্চয় কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে।

২. আমি স্রেফ একটা শিশু, যে কখনো বড় হয়নি। শিশুর মতোই আমি এখনো ‘কেন’, ‘কীভাবে’- এসব  প্রশ্নের উত্তর খুঁজি। কদাচিৎ উত্তর পেয়েও যাই।

৩. পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ায় হলো বুদ্ধিমত্তা।

৪. তুমি যদি সবসময় রেগে থাকো, ক্রমাগত অভিযোগ করো, তোমার জন্য লোকের সময় হবে না।

৫. যদিও আমি নড়াচড়া করতে পারি না, কম্পিউটারের সাহায্যে কথা বলি। কিন্তু ভাবনার জগতে আমি স্বাধীন।

S W Hawking


৬. প্রথমত, মাটির দিকে নয়, বরং আকাশের ওই তারাগুলোর দিকে চোখ রাখতে কখনো ভুলো না। দ্বিতীয়ত, তুমি যা-ই করো না কেন, হাল ছেড়ো না। তোমার কাজই তোমাকে জীবনের অর্থ আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। কাজ ছাড়া জীবনটা নিরর্থক। তৃতীয়ত, তুমি যদি ভালোবাসা পাওয়ার মতো যথেষ্ট সৌভাগ্যবান হও, তবে এই ভালোবাসাকে কখনো ছুড়ে ফেলো না।

৭. কোথাও আটকে গেলে তুমি যদি খেপে যাও, সেটা ভালো ফল আনবে না। এরকম অবস্থায় আমি সাধারণত সমস্যাটি নিয়ে ভাবতে থাকি, আবার অন্য কাজগুলোও চালিয়ে যায়।

৮. ২১ বছর বয়সেই আম্র প্রত্যাশা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তারপর জীবনে যা পেয়েছি, সবটাই ‘বোনাস’।

৯. মানুষ সাধারণত সাহায্য করতে প্রস্তুত থাকে। তোমার কাজ হলো নিজের সেরাটুকু দেওয়া এবং তাকে বোঝানো যে তার সাহায্য বৃথা যায়নি।

১০. বাইরে যে মানুষটা নিরব, মাথার ভেতরে সে-ই সরব।

সূত্রঃ ইনক ডটকম

Comments

Popular posts from this blog

SSC 2021 Short Syllabus & Some Advices

বিভীষণের প্রতি মেঘনাদ (সরল গদ্যরূপ)

১০টি লক্ষণ বলে দিবে যে আপনি অধঃপতনের দিকে যাচ্ছেন