SSC 2021 Short Syllabus & Some Advices

প্রসঙ্গ : SSC 2021 Short Syllabus & Some Advices 


তোমাদের নতুন সিলেবাস এসেছে । এখন তোমাদের মনে তিনটি জিনিস কাজ করছে । তা হলো - 

1. সিলেবাস কমানোর জন্য আনন্দ ।

2. এটা ভালো হলো নাকি অটোপাস হলে ভালো হতো । 

3. মোস্ট ইমপরট্যান্ট,অনেক কিছু বাদ পড়ে গেল , যার জন্য হায়ার সেকেন্ডারিতে সমস্যা পোহাতে হবে কিনা । 


আমি এই তিনটি বিষয়ে পয়েন্ট আকারে আলোচনা রাখব ইন শা আল্লাহ ।


1. নতুন সিলেবাস পেয়েছ তোমরা । এখন সিলেবাস কমে গেছে আনন্দের কথা ।তো তোমাদের সিলেবাস যেমন কমে গেছে টাইম পেয়েছ কাজে লাগাও । 


2. অটো পাস দরকার ছিল কিনা । দেখ, আমাদের দেশের শিক্ষা মন্ত্রনালয় "শিক্ষানীতি" ফলো করে । এবং সেই প্রসিডিউরের ভিতর দিয়ে চলে । এবং তারই ভিতরে একটা সিস্টেম হলো "একজন শিক্ষার্থীকে পাস করে পরবর্তী শ্রেণীতে উন্নিত করা হবে" । কিন্তু যখনই অটোপাসের কথা আসবে তখন সিস্টেমটা চেইঞ্জ হলো । এবং সিস্টেম চেইঞ্জ করতে হলে সংসদে উত্থাপন করা, মত অমত, বিল পাস বহুত ঝামেলার ভিতর দিয়ে যেতে হবে শিক্ষা রিলেটেড কর্মকর্তা এবং মন্ত্রী পরিষদের কর্মকর্তাদের । যদিও আমরা ওতো দেখিনা তাই বলে দিই । যায় হোক, অটোপাস হলে এবারের HSC-2020 ব্যাচের স্টুডেন্টসদের মতো অনিশ্চয়তার ভিতর দিয়ে যেতে হতো । 

পরের কথা,"ভাইয়া,HSC-2020 দের দিল আমাদের কেন দিল না ?"

দেখ,  HSC-2020 রা একটা সিলেবাস শেষ করেছিল কিন্তু তোমাদের কি শেষ হয়েছে?  তারা লকডাউনের আগে সম্পূর্ণ প্রস্তুত ছিল কিন্তু তখন তোমরা নতুন বছরে করে স্কুলে গেছ । তো তাদের সিলেবাস শেষ হওয়াতে দেওয়া হয়েছে । তো অটোপাসের জন্য না লাফিয়ে পড়া উচিত ।


3. সবচেয়ে ইমপরট্যান্ট, "ভাইয়া, আমাদের কি কোনও সমস্যা হবে ইন্টারে গিয়ে ?" 

উত্তর হলো,"না আবার একটু একটু"

সত্য বলতে ,"ইন্টারের সাথে নাইন-টেনের পড়াশোনা মিল খুবই কম (আমি সায়েন্সের ছাত্র সে অনুযায়ী বলছি) । বলা যেতে পারে, নাইন-টেন হলো সূচিপত্র আর ইন্টার হলো তা নিয়ে আলোচনা । "এখন বলো, তোমরা বই পড়ার আগে সূচি কতো খেয়াল করো ?

তেমনই ইন্টারে উঠলে মিল পাবা তবে খুব কম । তাই এটা নিয়ে টেনশন করার দরকার নাই । আর আরেকটা বিষয় হলো, আমাদের ভিতরে স্কুল বেইজ পড়াশোনা অনেক কম প্রাইভেট বেইজ বেশি । এবং প্রাইভেটে যথেষ্ট বেসিক দেন টিচাররা আমার মতে । তাই এইটা নিয়ে ভাবার টাইম টা পড়ার কাজে লাগাও । 


"চাপ নিস না"

                   -প্যাসকেল । 

Tanjir Rahman Tajin 
Notre Dame College 
Mymensingh 
HSC'20   



Comments

Post a Comment

Popular posts from this blog

বিভীষণের প্রতি মেঘনাদ (সরল গদ্যরূপ)

১০টি লক্ষণ বলে দিবে যে আপনি অধঃপতনের দিকে যাচ্ছেন